ইউনিয়নের ঐতিহ্য
দেবগ্রাম ইউনিয়নে ৪ নং ওয়ার্ড কার্তিকপুরে প্রাচীন কাল থেকে গড়ে উঠেছে মৃৎশিল্প। এখানে মৃৎশিল্পের যাবতীয় পন্য তৈরী করা হয় নিপূন হাতে।এই শিল্প দেশের বাজার ছাড়িয়ে বর্তমানে বিদেশে রপ্তানী করা হয়।
ইউনিয়নের ইতিহাস
দেবগ্রাম ইউনিয়নের প্রাচীন নাম ............, ভাটি এলাকা থেকে ভাটি নামের উৎপত্তি।
পরবর্তিতে এ এলাকাটি কার্তিক পুর নাম ধারন করে, লক্ষন সেনের পুত্র কার্তিক সেনের নাম অনুসারে কার্তিকপুর নামে নামায়ীত হয়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বীন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের পর কার্তিক সেন এখানে আশ্রয় নিয়েছিলেন। প্রবাদে আছে রাম ও ভদ্র নামে কার্তিক সেনের দুই ছেলে ছিল। তাদের নামানুসারে এ এলাকাটির নাম রামভদ্রপুর রাখা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস