খাল- খালটি দেবগ্রাম ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পিয়ারআলী মৃধা বাড়ীর পাশ দিয়ে উঃ চর পাচুরিয়া হয়ে ছোট ভাকলা ইউনিয়নের মধ্যে দিয়ে চলে গেছে। বর্ষার মৌসুমে ছোট পদ্মা থেকে পানি এসে পানিতে ভরপুরে হয়ে যায়। এখানে বর্সার মৌসুমে মাছ ধরা পরে। এই খালে ৪-৫ মাস পানি খাকে।
নদী- দেবগ্রাম ইইনয়নে ০২ নং সাজাপুর ও ০১ নং ওয়ার্ডের রাখালগাছি মধ্যে দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। বর্ষার মৌসুমে এই নদী অনেক স্রোত থাকে। এই নদীতে অনেক ইলিশ মাছ ধরা পরে থাকে। এই নদীর চার পাশ দিয়ে অনেক জেলেরা বাস করে। এই অঞ্চলের লোকদের প্রধান পেশা হল মাছ ধরা। মাছ ধরে এরা জীবিকা নির্বাহ করে। এই নদীতে টলারে করে মানুষ এই এক পার থেকে অন্য পারে যায়। শীতের সময় এই নদীর পানি অনেক কমে যায়। জায়গায় জায়গায় চর পরে য়ায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস