Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাতব্যক্তিত্ব

নামঃ মরহুম এ্যাডভোকেট ওয়াজেদ চৌধুরী

জন্ম তারিখঃ ০১/০১/১৯২৮খ্রিঃ

স্থানঃ দেবগ্রাম ইউনিয়ন, দেবগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন।

অবদানঃ ১৯৫২  সনে মায়ের ভাষা রাষ্টভাষা বাংলার দাবীতে সারাদেশ যখন উত্তাল সেই  সময়ে  গোয়ালন্দ  মহকুমার  অধীন  দেবগ্রাম ইউনিয়নের কৃতি

সন্তান রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মরহুম এ্যাভোটে ওয়াজেদ চৌধুরী অকুতোভয় বীর সেনানীর ভূমিকায় অবর্তীণ হয়ে সরকারের ১৪৪ ধারা ভঙ্গের মিছিলে যোগদান করেন। তখন পাকবাহিনীর বর্বর হামলার স্বীকার হয়ে তিনি গুলি বিদ্ধ হন আহত ভাষা সৈনিক হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এম,এল,এ) একবার এবং বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য একবার নির্বাচিত হয়েছিলেন ।